প্রিন্ট এর তারিখঃ Dec 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ 19 December 2025, 13:51 ইং
চৌগাছায় নিখোঁজ পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় আক্তারুজ্জামান (৪৬) নামে এক পুলিশ সদস্য ২২ দিন নিখোঁজ থাকার পর পঞ্চগড় সদর উপজেলার ৬নং সাতমোড়া ইউনিয়নের নয়মাইল নামক স্থানের পাশে একটি আখক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে । ১৮ ডিসেম্বর লাশটি উদ্ধার হলেও পরিবারের সদস্যরা ১৯ ডিসেম্বর শুক্রবার বিষয়টি জানতে পারেন। পরিবারের সদস্যরা শুক্রবার রাতে এ রিপোর্ট লেখার সময় (রাত ৬.১৫ মিনিট) পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন নিহতের স্ত্রীর ভাই মামুনুর রশীদ মামুন। মোবাইল ফোনে তিনি জানান, পরনের প্যান্ট, সার্ট, জুতা দেখে তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন লাশটি তার বোনের স্বামীর।
লাশটি উদ্ধারের পর মামলার তদন্ত কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যরা যোগাযোগ করেছেন। তারা থানায় পৌছালে সেটি ময়নাতদন্তে পাঠানো হবে। এরপর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। সূত্রে আরও জানা গেছে, লাশটি গন্ধ ছড়িয়ে পড়ার পর বুঝতে পেরে ১৮ ডিসেম্বর স্থানীয়রা থানায় সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন। তবে লাশটির কোন তথ্য না থাকায় জানার জন্য চেষ্টা করেন মামলাটির তদন্ত কর্মকর্তা। ক্লু-লেস লাশটির পরিচয় শনাক্তে একমাত্র সূত্র হয় উদ্ধারকৃত লাশের আন্ডারওয়ার। যা ছিলো পুলিশের লোগো সম্বলিত। পরে সেটি একজন পুলিশ কর্মকর্তার দৃষ্টিগোচর হলে তার পরনের প্যান্ট, শার্ট, জুতার ছবি নিহতের স্ত্রীকে নিয়ে দেখালে তিনি তার স্বামীর পোষাক বলে সনাক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ