প্রিন্ট এর তারিখঃ Dec 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ 20 December 2025, 14:48 ইং
মনিরামপুরে কৃষক দম্পতিকে রক্তাক্ত করে দুর্ধর্ষ ডাকাতি

মনিরামপুর প্রতিনিধি : মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুরে মধ্যরাতে এক কৃষক দম্পতিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একদল মুখোশধারী ডাকাত। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার জলকর রোহিতা দাস পাড়ার কৃষক নির্মল দাসের বাড়িতে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে নির্মল দাসের বাড়ির সামনে এসে থামে। ডাকাতরা ঘরের কোলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এসময় নির্মল দাস পালানোর চেষ্টা করলে তাকে রড দিয়ে পিটিয়ে মাথায় গুরুতর জখম করা হয়। ডাকাতরা গৃহকর্ত্রী সুষমা রানী দাসসহ পরিবারের নারী সদস্যদেরও মারধর করে।
নির্মল দাসের স্ত্রী সুষমা রানী জানান, "ডাকাতরা ঢুকে আমার স্বামী ও আমাকে মারধর শুরু করে। আমি জানালা দিয়ে চিৎকার দেওয়ার চেষ্টা করলে তারা আমার মুখ চেপে ধরে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এমনকি বাড়ির ছোট দুই শিশুকে জিম্মি করে মেরে ফেলার ভয় দেখিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়।"
ডাকাত দল আলমারি ভেঙে ৫-৭ ভরি স্বর্ণালংকার এবং ধান বিক্রির নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। নির্মল দাসের স্বজনরা জানান, সম্প্রতি তিনি ১৫০ মণ ধান বিক্রি করেছিলেন। দেনা পরিশোধের পর বাকি টাকা ঘরেই ছিল। ধারণা করা হচ্ছে, ধান বিক্রির টাকার খবর জানত এমন কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে।
এদিকে, ডাকাতি করে পালানোর সময় টেংরামারী ব্রিজের ওপর স্থানীয় এক ব্যক্তি তাদের গতিরোধ করার চেষ্টা করলে ডাকাতরা কৌশলে নিজেদের আড়াল করে দ্রুত এলাকা ত্যাগ করে।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করতে পার্শ্ববর্তী বাজারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, "ডাকাতির ঘটনাটি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ