প্রিন্ট এর তারিখঃ Dec 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ 20 December 2025, 14:29 ইং
স্বস্তি ফিরছে সবজির বাজারে, কমেছে পেঁয়াজের দামও

স্বপ্নভূমি ডেস্ক:
অবশেষে স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর সবজির বাজারে। বেশিরভাগের দাম নেমেছে ৫০ থেকে ৬০ টাকার ঘরে। ২০ টাকা কমে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজিতে। এদিকে স্থিতিশীল রয়েছে মুরগি ও মাছের বাজার।
প্রত্যাশা ছিল শীতকালীন সবজির সরবরাহ বাড়লে কমবে সবজির দর। যার বাস্তবতা মিলছে বাজারে গিয়েও। শুক্রবার (১৯ ডিসেম্বর) ছুটির দিন সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০-২০ টাকা কমেছে অধিকাংশ সবজির দাম।
বাজারে প্রতিকেজি পেঁপে ৩০ টাকা, শসা ৬০ টাকা, মুলা ৩০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, টমেটো ১২০ টাকা, শালগম ৩০ টাকা, করলা ৫০-৬০ টাকা ও জাতভেদে শিম ৩০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকার অনুযায়ী ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়।
সবচেয়ে বেশি কমেছে কাঁচা মরিচের দাম। কেজিতে অন্তত ৩০-৪০ টাকা কমে মরিচ বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। কমেছে নতুন আলুর দামও। বিক্রি হচ্ছে ২০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, বাজারে বেড়েছে শীতকালীন শাক-সবজির সরবরাহ। এতে কমছে দাম। এদিকে বাজারে নতুন দেশি পেঁয়াজ আসায় কমেছে দাম। গত সপ্তাহে ১১০ টাকায় বিক্রি হলে এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়। আর পেঁয়াজের পাতা বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা কেজিতে। পেঁয়াজের দাম কমতে শুরু করায় স্বস্তি জানিয়েছেন ভোক্তারা। তারা বলেন, আমদানির পরও পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত মাত্রায় কমছে না। দাম আরও কমা উচিত।
স্থিতিশীল রয়েছে মুরগি ও মাছের বাজার। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। আর প্রতি কেজি সোনালি মুরগি ২৫০-২৭০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৭০-৫৮০ টাকায়।
মুদি বাজারেরও একই চিত্র। পণ্যের দামে খুব একটা ওঠানামা না থাকলেও দুই সপ্তাহ ধরে চড়া খোলা আতপ চালের বাজার। বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা কেজিতে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ