প্রিন্ট এর তারিখঃ Jul 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 4, 2025 ইং
কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামে এ ঘটনাটি ঘটে।বিদ্যুৎস্পৃষ্টে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ওই গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক হোসেন জাকারিয়া।
এলাকাবাসী জানায়, উপজেলার ভালুকঘর গ্রামের মৃত রজব আলী গাজীর ছেলে গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম শুক্রবার বিকালে বাড়ির বৈদ্যুতিক লাইন মেরামতের সময় অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ