যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ। শনিবার যশোরের একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্যে তিনি নিজের রাজনৈতিক অঙ্গীকার, সততা, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলির কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমি যদি দলীয় মনোনয়ন পাই এবং জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এলাকার উন্নয়নে কাবিখা, টি.আর প্রকল্পগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং নওয়াপাড়া বন্দরকে একটি বিনিয়োগবান্ধব বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলা হবে।”
দলের অভ্যন্তরীণ সংকটের প্রসঙ্গে নূরে আলম সিদ্দিকী বলেন, “বিএনপির ভেতরে কিছু ব্যক্তি ফ্যাসিস্টদের পুনর্বাসন করে নিজেদের অর্থবিত্ত গড়েছেন। আমি নির্বাচিত হলে এক টাকাও অনৈতিকভাবে ব্যয় হবে না। বাঘারপাড়ায় অতীতে যে দুঃশাসন চালানো হয়েছিল, তার পুনরাবৃত্তি আর হবে না। জনগণ নিশ্চিন্তে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারবে, হয়রানির শিকার হবে না।”
এসময় তিনি যশোর অঞ্চলের দীর্ঘদিনের দুর্ভোগ ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতা মাসুদ আলম টিপু, সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, কৃষক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল আলিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি তার অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন মনিরুজ্জামান মুনির, আবুল কালাম শামছুদ্দিন জ্যোতি, জুয়েল মৃধা, তৌহিদ জামান, নূর ইসলাম ও শিকদার মোঃ খালিদ প্রমুখ।