প্রিন্ট এর তারিখঃ Jul 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 13, 2025 ইং
ভারত হতে চলছে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের (Pew Research Center) এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, আগামী দশকগুলোতে ভারত বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। এই পূর্বাভাস বিশ্বজুড়ে ধর্মীয় জনসংখ্যার গতিশীল পরিবর্তনের এক নতুন দিক উন্মোচন করেছে।
বর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হলেও, পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণ বলছে যে, দ্রুত বর্ধনশীল মুসলিম জনসংখ্যা এবং এর তরুণ কাঠামোর কারণে ভারত এই অবস্থানে চলে আসবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা প্রায় ৩৪৭ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে, যা অন্য সকল ধর্মীয় গোষ্ঠীর সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি। এর ফলস্বরূপ, বিশ্ব জনসংখ্যার মুসলিমদের অনুপাত ২০১০ সালের ২৩.৯% থেকে ২০২০ সালে ২৫.৬%-এ উন্নীত হয়েছে।
পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে যে, আগামী ২৫ বছরের মধ্যে ভারতের মুসলিম জনসংখ্যা বর্তমান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে। এর প্রধান কারণ হলো মুসলিম সম্প্রদায়ের মধ্যে উচ্চ জন্মহার এবং তুলনামূলকভাবে কম বয়সের জনসংখ্যা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ভারতের মোট জনসংখ্যার মধ্যে মুসলিমদের অনুপাত ১৪.৩% থেকে বেড়ে ১৫.২% হয়েছে, যদিও একই সময়ে হিন্দু জনসংখ্যা ৮০% থেকে সামান্য কমে ৭৯% হয়েছে। তা সত্ত্বেও, ভারত বিশ্বের বৃহত্তম হিন্দু জনসংখ্যা হিসেবেই থাকবে।
এই গবেষণায় ধর্মীয় জনসংখ্যার পরিবর্তনের পেছনে জন্মহার, মৃত্যুহার এবং ধর্মান্তরের মতো বিভিন্ন বিষয়কে বিশ্লেষণ করা হয়েছে। পিউ রিসার্চ সেন্টারের এই প্রতিবেদনটি ভারতের জনতাত্ত্বিক কাঠামোতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন নির্দেশ করছে, যা ভবিষ্যতে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ