স্বপ্নভূমি ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ছয় দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকরা।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কলেজ চত্বরে শিক্ষার্থীদের আহ্বানে এ শান্তিপূর্ণ আন্দোলন অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচি হবে সম্পূর্ণ অহিংস, তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান থাকবে অনড়। “ভয় নয়, আমরা চাই ন্যায়বিচার”—এই স্লোগান সামনে রেখে শিক্ষার্থীরা তাদের দাবিসমূহ উত্থাপন করে।
শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবি নিচে তুলে ধরা হলো:
আন্দোলনকারীরা বলেন, "শুধু প্রেস বিজ্ঞপ্তি বা দুঃখপ্রকাশ যথেষ্ট নয়—আমরা চাই জবাবদিহি, ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান, এবং ভবিষ্যতের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চিতকরণ।"
শিক্ষার্থীরা সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন এই ন্যায্য দাবিগুলোর প্রতি সংহতি জানিয়ে নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে সকলে একযোগে কাজ করেন।