প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 26, 2025 ইং
বাংলাদেশ নৌবাহিনীর জন্য তুরস্কের সঙ্গে নতুন সমরাস্ত্র চুক্তি

স্টাফ রিপোর্টার : তুরস্ক সফররত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান দেশটির সঙ্গে আধুনিক সমরাস্ত্র কেনার দুইটি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির আওতায় বাংলাদেশ নৌবাহিনী পাবে CANiK M2 QCB 12.7×99 মিমি ক্যালিবার হেভি মেশিনগান এবং VENOM LR 30×113 মিমি রিমোট কন্ট্রোলড কাউন্টার‑ড্রোন সিস্টেম।
CANiK M2 QCB হলো মার্কিন M2 হেভি মেশিনগানের উন্নত সংস্করণ। এতে CANiK-এর তৈরি বিশেষ অপটিক্যাল সাইট যুক্ত থাকায় দিন ও রাতের যেকোনো সময়ে নিখুঁতভাবে টার্গেট করার সক্ষমতা রয়েছে।
অন্যদিকে VENOM LR সিস্টেমটি দূর থেকে নিয়ন্ত্রিত উন্নত প্রযুক্তির কাউন্টার‑ড্রোন ব্যবস্থা, যা নৌবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে।
চুক্তি অনুযায়ী, খুব শিগগিরই এসব অত্যাধুনিক অস্ত্র বাংলাদেশ নৌবাহিনীর হাতে পৌঁছে যাবে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার সমরাস্ত্র বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল তুরস্ক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ