যবিপ্রবিতে শিক্ষার্থীদের ৯ দফা দাবি: ছাত্র সংসদ ও ইম্প্রুভমেন্ট সিস্টেম চালুর আহ্বান
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছেন। দ্রুত ছাত্র সংসদ গঠন, পরীক্ষার খাতা কিউআর কোডিং সিস্টেম চালু, এবং ইম্প্রুভমেন্ট সিস্টেম ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো এতে স্থান পেয়েছে।
গত রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল মজিদের কাছে এই স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা দাবিগুলো বাস্তবায়নের জন্য উপাচার্যকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
স্মারকলিপিতে উল্লেখিত প্রধান দাবিগুলো হলো:
ছাত্র সংসদ গঠন: দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ গঠনের জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ।
দুর্নীতির বিচার: জুলাই মাসের আন্দোলনে বিরোধিতাকারী ও দুর্নীতিগ্রস্ত শিক্ষক, কর্মকর্তা, এবং কর্মচারীদের বিচার নিশ্চিত করা।
পরীক্ষা ও ইম্প্রুভমেন্ট: পরীক্ষার খাতায় শিক্ষার্থীর নাম ও রোলের পরিবর্তে কোডিং সিস্টেম প্রবর্তন এবং ইম্প্রুভমেন্ট সিস্টেম পুনরায় চালু করা।
আর্থিক বিষয়: সেমিস্টার ফি কমানো এবং বিভাগ উন্নয়ন ও ক্লাব ফি বাতিল করা।
আবাসন ও অবকাঠামো: বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক ক্যাম্পাসে রূপান্তর, বিশেষ করে নবীন শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা, অথবা আবাসন ভর্তুকির ব্যবস্থা করা। একই সাথে বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
অন্যান্য: সার্টিফিকেট উত্তোলনের জটিলতা দূর করে সহজ অনলাইনভিত্তিক পদ্ধতি চালু, ২০২২-২৩ শিক্ষাবর্ষের রিটেক সমস্যার সমাধান, এবং ক্যাম্পাসের আমবটতলা থেকে বেলতলা পর্যন্ত ফুটপাত নির্মাণ ও প্রধান ফটকের সামনে স্পিডব্রেকার সংস্কার।
স্মারকলিপি প্রদান শেষে স্নাতকোত্তর শিক্ষার্থী মো. উসামা সাংবাদিকদের বলেন, “আমরা উপাচার্যের কাছে আমাদের ৯ দফা দাবি তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, এবং আমরা তাকে এক সপ্তাহের সময় দিয়েছি। এই সময়ের মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।”
শিক্ষার্থীদের দাবির বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল মজিদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইনে সরাসরি ছাত্র সংসদের ব্যাপারে কোনো কিছু উল্লেখ নেই। তবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র সংসদ গঠিত হচ্ছে, আমরাও খুব শিগগিরই এ বিষয়ে একটি কমিটি গঠন করব। সেই কমিটির সুপারিশ অনুযায়ী ছাত্র সংসদ গঠন করা হবে।” তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি, ফুটপাত নির্মাণসহ অন্যান্য দাবিগুলো নিয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং আশা করেন যে ধীরে ধীরে সব সমস্যার সমাধান হবে।
আপনার মতামত লিখুন :