হোমিও বিশ্ববিদ্যালয়ে অভিযানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ১ লাখ টাকা
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে 'আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়' নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে অনুমোদপত্র না থাকায় নির্বাহী পরিচালক সুশীল দাসকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে জরিমানা পরিশোধ করে মুক্তি পান সুশীল দাস।
এসিল্যাণ্ড নিয়াজ মাখদুম বলেন,
এনজিওর অনুমোদন নিয়ে সুশীল দাস দীর্ঘদিন মনিরামপুর সরকারি কলেজের সামনের ভবনে আপো হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছেন এমন অভিযোগ পেয়ে আজ (বুধবার) দুপুরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। সরেজমিন কাগজপত্র চাইলে হোমিও বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাস্থ্য বা শিক্ষা মন্ত্রনালয়ের কোন অনুমোদনপত্র দেখাতে পারেননি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সুশীল দাস। এই অভিযোগে তাঁকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর আওতায় এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সুশীল দাস উক্ত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করেছেন।
বিশ্ববিদ্যালয় পরিচালনার অনুমোদনপত্র না আনা পর্যন্ত সুশীল দাসকে কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে, জানান এসিল্যাণ্ড নিয়াজ।
খোঁজ নিয়ে জানা গেছে, সমাজসেবা মন্ত্রনালয় থেকে আন্ডার প্রিভেলেজড পিপুলস অর্গানাইজেশন (আপো) নামে একটি এনজিওর অনুমোদন নিয়ে পাঁচ বছর আগে মনিরামপুরের মাঝিয়ালী গ্রামের সুশীল দাস পৌরশহরের পশু হাসপাতাল মোড়ে আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন। পরে তিনি মনিরামপুর সরকারি কলেজ মোড়ে একটি ভবন ভাড়া নিয়ে সেখানে হোমিও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্থানান্তর করেন। সেখানে আজও তার হোমিও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।
ছবি : বুধবার দুপুরে মনিরামপুরে আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অভিযান চালান এসিল্যাণ্ড নিয়াজ মাখদুম।
আপনার মতামত লিখুন :