• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শাথানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে পুলিশ জানায়, শার্শা থানাধীন শিকারপুর গ্রামস্থ শিকারপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় সামনে অভিযান পরিচালনা  করলে পুলিশের উপস্থিতি দেখে ফেনসিডিলের বস্তা ফেলে আসামিরা পালিয়ে যায়।

পলাতক আসামীরা হলেন, আতিয়ার রহমানের ছেলে শান্ত হোসেন (২৭), ও বাবু হোসেন (২৫)। উভয় থানা শার্শা যশোর।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানান,সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামীরা এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী তারা মাদক ব্যবসা করে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।শার্শা থানা পুলিশ পলাতক আসামীদের গ্রেফারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।