• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মনিরামপুর থানা বিএনপির সভাপতির ছোটভাইকে বহিষ্কার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তুহিন হাসানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

তুহিন হাসান মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনের ছোট ভাই। এরআগে তার আরেক ভাই মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নিস্তার ফারুককে দল থেকে বহিস্কার করা হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার গুরুত্বর অভিযোগের ভিত্তিতে তুহিন হাসানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পৌর বিএনপিসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দকে তুহিনের সাথে যোগাযোগ না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
 
চিঠিতে আরও বলা হয়েছে, ইতিমধ্যে বিভিন্ন অপরাধে পৌর বিএনপির একাধিক নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় নজরদারি না রাখায়, অব্যাহতভাবে দলের নেতারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হওয়ার পরও কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় এবং এসব বিষয়ে সভাকরে জেলা কমিটিকে না জানানোর অভিযোগে মনিরামপুর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ৪৮ ঘন্টার মধ্যে জেলায় উপস্থিত হয়ে জেলা কমিটির সাধারণ সম্পাদকের কাছে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছে। 

সম্প্রতি মনিরামপুর পৌরশহরে পাঁচ হাজার টাকা চাঁদা না দেওয়ায় মিন্টু হোসেন নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এরপর সাব্বির হোসেনকে দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। মিন্টু নিহতের ঘটনায় সাব্বিরের বিচারের দাবিতে কয়েকদিন আগে নিহতের পরিবার ও স্বজনেরা যশোরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। সেখানে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তুহিন হাসানকে জড়িয়ে বক্তব্য দেয় নিহত মিন্টুর স্বজনেরা।