• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সংকটে আইসিসি


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক:
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় সংকটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের আগে ভারতীয় মিডিয়া পার্টনার জিও হটস্টার জানিয়ে দিয়েছে, চার বছরের ভারতীয় মিডিয়া রাইটস চুক্তির বাকি দু’বছর তারা আর পূরণ করতে পারবে না।
‘ইকনমিক টাইমসে’র প্রতিবেদন অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন প্ল্যাটফর্মটি আইসিসিকে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, তাদের পক্ষে আর্থিক দায় সামলানো সম্ভব নয়। মোট ৩ বিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ২৭,০৩৪ কোটি রুপি) এই চুক্তিতে ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত প্রতি বছর কমপক্ষে একটি করে বড় আইসিসি টুর্নামেন্ট সম্প্রচারের অধিকার ছিল।
তবে জিও হটস্টারের এই পিছু হটার মূল কারণ, বিপুল আর্থিক ক্ষতি। জিওস্টারের অডিটেড অ্যাকাউন্ট অনুযায়ী, স্পোর্টস কন্টেন্ট সংক্রান্ত ক্ষতির অঙ্ক এক বছরে ১২ হাজার ৩১৯ কোটি থেকে লাফিয়ে পৌঁছেছে ২৫ হাজার ৭৬০ কোটিতে। অর্থাৎ, লোকসান বেড়েছে প্রায় দ্বিগুণ। যে কারণে ব্যয় বাড়লেও রাজস্ব আদায় যে সেই তুলনায় হচ্ছে না।
এমন পরিস্থিতিতে আইসিসি নতুন করে ভারতীয় সাব-কন্টিনেন্টে ২০২৬–২৯ মিডিয়া রাইটস বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। ২০২৬-২০২৯ মেয়াদে সম্প্রচার স্বত্ব বিক্রির চেষ্টা চলছে। নেটফ্লিক্স, সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে যোগাযোগও করেছে সংস্থা।
আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। তার আগেই সম্প্রচার সংক্রান্ত অনিশ্চয়তা তৈরি হওয়ায় টুর্নামেন্ট আয়োজন নিয়েও প্রশ্ন উঠছে।