ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে যশোরে স্বেচ্ছাসেবক দলের মিছিল
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৪:০৯
স্টাফ রিপোর্টার, যশোর:
জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল সাড়ে ৪টায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মনিহার চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি আর এন রোড চৌরাস্তা হয়ে দড়াটানা চত্বরে গিয়ে শেষ হয়।
যশোর জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে দড়াটানা ভৈরব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মোস্তফা আমির ফয়সাল বলেন, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হত্যার সাথে জড়িত ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। আমাদের আন্দোলনের সহযোদ্ধা ওসমান হাদীকে হত্যার দশ মিনিটের মধ্যে কিভাবে বুঝতে পারলেন মির্জা আব্বাসের দায়ভার রয়েছে। এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সাদিক কায়েমকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। ওসমান হাদীকে হত্যা ও প্রথম আলো ও ডেইলি স্টার অফিসের ভাঙচুর একই গোষ্ঠীর কাজ।
বিক্ষোভ মিছিল সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলামসহ আট উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :