অভয়নগরে বৈদেশিক মুদ্রাসহ আটক সাইদুলের ২ দিনের রিমান্ড মঞ্জুর
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক : অভয়নগরে বৈদেশিক মুদ্রাসহ আটক সাইদুল ইসলাম নামে এক ব্যক্তির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে যশোরের আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরা বেগম রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। সাইদুল ইসলাম চলিশিয়া গ্রামের কাউস উদ্দিনের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৯ আগস্ট রাতে যৌথ বাহিনী বুইকারা বকুলতলা এলাকায় সাইদুলের ভাড়া বাড়িতে অভিযান চালায়। এ সময় সাইদুল ইসলাম ও তার স্ত্রীকে আটক করা হয়। সাইদুলের স্বীকারোক্তিতে বক্সের ভিতর থেকে বিভিন্ন দেশের ২৫ টি মুদ্রা, ৩টি সীল, প্যাড, চাপাতি, ছোরা ইত্যাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই গোলাম রসুল বাদী হয়ে চোরাচালান দমন আইনে অভয়নগর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মর্তা এসআই সঞ্জিত কুমার গত ২২ সেপ্টেম্বর আটস সাইদুলের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আপনার মতামত লিখুন :