• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫, ৬:৩৩
ছবির ক্যাপশন: ad728

মাসুদুর রহমান শেখ, শার্শা:
যশোরের শার্শায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে শহিদুল ইসলাম খান বাবলু নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন,আদালত চলাকালীন সময় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা ও  বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় তাৎক্ষণিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। 
সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।