আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
স্বপ্নভূমি ডেস্ক: ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সেই সঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। গতকাল রোববার ইসরায়েল কাৎজ এসব হুমকি দেন।
ইসরায়েলের একটি পত্রিকা গতকাল দেশটির প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে। পত্রিকাটি বলছে, ইসরায়েল কাৎজ দক্ষিণাঞ্চলে রামন বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে ইরানের প্রতি এ হুঁশিয়ারি দিয়েছেন।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে স্পষ্ট করে একটি বার্তা দিতে চাই, আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, আমাদের লম্বা হাত আরও শক্তিশালী হয়ে আবারও তেহরান অবধি পৌঁছে যাবে। এবার ব্যক্তিগতভাবে আপনার কাছেও পৌঁছে যাবে।’
যদিও ইসরায়েলের এমন হুমকির জবাবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আপনার মতামত লিখুন :