বাঘারপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2025 ইং
স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহতদের মধ্যে এক পক্ষের হলেন জয়রামপুর জামদিয়ার মৃত জলিল সরদারের তিন ছেলে— জামাল সরদার (৪৮), জুয়েল সদ্দার (৪২) এবং জালাল সরদার (৫০)। অন্য পক্ষে আহত হয়েছেন আব্দুল মান্নান সদ্দারের তিন ছেলে— ইকরামুজ্জামান (৩৩), মাজহারুল (২৯) এবং পরান (২১)।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে সকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। আহতদের সবাইকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের সবার অবস্থা শঙ্কামুক্ত।
আপনার মতামত লিখুন :