• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে জাকজমকপূর্ণভাবে জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে আগামী ১৬ আগস্ট জাকজমকপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কেশবপুর শহরের সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দিরে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে ওই সভার আয়োজন করা হয়।
জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক কৃষ্ণগোপাল মুখার্জী সভার সভাপতিত্ব করেন। সংগঠনের নেতা উৎপল দে'র পরিচালনায় সভায় বক্তব্য দেন, সহকারি অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কেশবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিক্ষক মোহন দেবনাথ, যুগ্ম আহ্বায়ক প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব মলয় বসু, কোষাধ্যক্ষ ভানু চক্রবর্তী, প্রভাষক সাধন দাস, প্রভাষক দীনেশ দেবনাথ, প্রধান শিক্ষক অজিত মুখার্জী, শ্যামল সেন, দলিত পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাস, বাবুর বাড়ি চন্ডী মন্ডপের সম্পাদক বিপ্লব সাহা, কালীতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী, প্রধান শিক্ষক অশোক দে, সঞ্জীব তরফদার, শিক্ষক দীপংকর দত্ত, শিক্ষক গৌতম রায়, সুকদেব মন্ডল, তাপস দাস, রতন দাস, সুবীর বোস প্রমুখ।
সভার শুরুতে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং কেশবপুর কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রভাষক অসিত মোদকের মৃত্যতে এক মিনিট নিরাবতা পালন করা হয়।