
জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার দুই দিনের সফরে যশোরে আসছেন। দলীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণার পর এটিই তাদের যশোরে প্রথম কেন্দ্রীয় কর্মসূচি।
দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
আজ সন্ধ্যা ৬টায় বাঘারপাড়ার চাড়াভিটা মোড়ে নেতাদের অভ্যর্থনা জানানো হবে। সাড়ে ৬টায় বাঘারপাড়া মোড় ও সাড়ে ৭টায় খাজুরা তেলপাম্পে অনুষ্ঠিত হবে পথসভা। রাত সাড়ে ৮টায় নিউমার্কেট থেকে মণিহার পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন নেতারা।
আগামীকাল (১১ জুলাই) সকাল ১০টায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং জুমার নামাজ শেষে রেল রোড মডেল মসজিদ থেকে ঈদগাহ মোড় ও জজ কোর্ট মোড় পর্যন্ত পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এনসিপি নেতাদের আগমনে যশোরজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। শহরের বিভিন্ন স্থানে তোরণ ও ব্যানার-পোস্টারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যশোর জেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ জানিয়েছেন, কর্মসূচিতে ৪০ থেকে ৬০ হাজার মানুষের সমাগম হতে পারে।
আপনার মতামত লিখুন :