এনএসআইয়ের তথ্যে ভূয়া হোমিও ডাক্তারের জেল- জরিমানা
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় ভূয়া হোমিও ডাক্তর জহির রায়হান (৩৭) কে ১৫ দিনের জেল এবং ১০০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে শহরের কুঠিপাড়া মোড়ে রায়হান হোমিও হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), প্রকৌশলী তাসমিন জাহান। আদালত প্রোপাইটর জহির রায়হানকে হোমিওপ্যাথি প্যাকটিশন অধ্যাদেশ ১৯৮৩ এর ৩৯/২ এর ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০/- জরিমানা করা করেন।
জানাগেছে, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) যশোরের কাছে অভিযোগ ছিলো জহির রায়হান সার্টিফিকেট ছাড়াই ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখে আসছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার এনএসআই যশোরের জেডির নেতৃত্বে দোকানটিতে ছদ্মবেশে বিষয়টি তদন্ত করে তারা ঘটনার সত্যতা পান। পরে সংস্থাটির দেয়া তথ্যের ভিত্তিতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন এসিল্যান্ড প্রকৌশলী তাসমিন জাহান। এসময় প্রসিকিউশন হিসেবে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুরাইয়া পারভীন।
আদালত ও প্রসিকিউশন সূত্রে জানা গেছে হোমিওপ্যাথি ৪ বছর মেয়াদী কোন কোর্স কমপ্লিট না থাকায় তিনি ডাক্তার হিসেবে ব্যবস্থাপত্র দিতে পারবেন না। অথচ জহির রায়হান নিয়মিত ফি নিয়ে প্রেসকিপশন করে রোগী দেখেন ও ঔষধ দেন। তিনি দেন ভারতের কলকাতা থেকে উন্নতমানের প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার পদবী লেখেন। আদালত পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :