• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির খবর নিশ্চিত হওয়ার পরও গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। বুধবার (৮ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর খবরের পরও ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের পশ্চিমাঞ্চলে বোমা হামলা চালায়। এই হামলায় আল-শাতি শরণার্থী ক্যাম্পের একটি বাড়িতে আঘাত হানে। একই সঙ্গে, গাজার দক্ষিণে সাবরা পাড়ায় একটি বাড়ির কাছে বিস্ফোরক বোঝাই একটি যানের বিস্ফোরণ ঘটানো হয়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, হামাস ২০ দফা যুদ্ধবিরতির চুক্তির সঙ্গে সম্মত হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন। তবে তেলআবিব সেই আহ্বান উপেক্ষা করে তাদের আগ্রাসন জারি রাখে।

আজ সকালে মার্কিন প্রেসিডেন্টসহ মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেন যে, প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ও ইসরায়েল সম্মতি দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে জানান, চুক্তির এই প্রথম ধাপটি গাজায় স্থায়ী শান্তির পথে কাজ করবে এবং সব পক্ষই ন্যায্যতা পাবে। তিনি কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানান। ট্রাম্প আরও জানান, চুক্তি স্বাক্ষর উপলক্ষে তিনি শনি কিংবা রোববার মিশর সফর করতে পারেন।

ফিলিস্তিনিরা ট্রাম্পের এই ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপ—যুদ্ধবিরতি নিয়ে আশায় বুক বাঁধছেন, এবং খুব দ্রুতই তারা স্বাভাবিক জীবনে প্রবেশ করার আশা করছেন।