• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ভবদহের সুইস গেট পরিদর্শন করলেন চীনা বিশেষজ্ঞ দল


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে ভবদহের ২১ ভেন্ট  সুইস গেট পরিদর্শন করেছেন চীনা বিশেষজ্ঞ দল। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার পায়রা ইউনিয়নের ভবদহ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ২১ ভেন্ট সুইস গেট পরিদর্শন করেন তারা। 
পরিদর্শনকালে চীনা বিশেষজ্ঞ দলে ছিলেন, চিফ প্লানার ঝু জমিং, শিন ইগোশিন, সহকারী চিফ ইঞ্জিনিয়ার হুং হুজিওং, ইঞ্জিনিয়ারিং কোম্পানির জেনারেল ম্যানেজার জাং ঝিজান, ডেং ইউজি, চেইন ইয়াং। এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) মো. রাজিবুল ইসলাম, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম প্রমুখ। 
এ ব্যাপারে যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে বর্তমান সরকার আন্তরিক। যে কারণে চীনা বিশেষজ্ঞ দল আজ ভবদহ অঞ্চল পরিদর্শনে এসেছেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে সরেজমিনে কথা বলছেন তারা। পরিদর্শন সম্পন্ন হলে তারা তাদের মতামত সরকার বরাবর উপস্থাপন করবেন।   
ঘন্টাব্যাপী পরিদর্শন শেষে দলটি কেশবপুর উপজেলার উদ্দেশ্য যাত্রা করে।