
স্বপ্নভূমি ডেস্ক: ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট থেকেই মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন—এ কথা স্মরণ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "চট্টগ্রাম আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দুয়ার। কিন্তু আজ এই চট্টগ্রামকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে।"
রোববার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “অপশক্তির নজর এখন চট্টগ্রামের দিকে। আমরা স্পষ্ট করে বলতে চাই—চট্টগ্রামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে শুধু চট্টগ্রাম নয়, সারা দেশে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই চট্টগ্রামকে নতুন করে গড়তে হবে।”
এসময় তিনি আরও বলেন, “আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য প্রচার করতে গিয়ে বিভিন্ন স্থানে বাধার মুখে পড়তে হচ্ছে আমাদের। বাঁশখালী, চকরিয়ায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। কিন্তু বাধা দিয়ে আমাদের থামানো যাবে না।”
আপনার মতামত লিখুন :