• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঝিকরগাছার রফিকুল হত্যার আসামিদের আটক ও বিচারের দাবিতে মেয়ের সংসাদ সম্মেলন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : ঝিকরগাছায় রফিকুল ইসলামকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ আজও কাউকেল আটক করেনি। এঘটনায় করা মামলার আসামিরা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে নিহতের পরিবারকে।  অবিলম্বে হত্যকারীদের আটক ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার। গতকাল শনিবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে নিহত রফিকুলের মেয়ে মিনি খাতুন লিখিত বক্তব্যে জানিয়েছেন,  আমার পিতা রফিকুল ইসলাম প্রতিবন্ধী হওয়ার প্রতিবেশী ঘরজামাই জহিরুল ইসলাম স্থানীয় রাজনীতিক নেতাদের সহযোগিতায় ৪ কাঠা জমি দখলের চেষ্টা করছিলো। এর ধারাবাহিকতায় গত ২ জুলাই সোনাকুড় গ্রামের জহির উদ্দিনের চায়ের দোকানে পাশে একটি মেহগনি বাগানে উপজেলা বিএনপির সহ সভাপতি তমেজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলামের নেতৃত্বে কয়েকজন যুবক মব সৃষ্টি করে। সেখানে তার হাত ও পা গাছের সঙ্গে বেঁধে ৪৫ মিনিট শারিরিক নির্যাতন করে। অমানসিক নির্যাতনে ঘটনাস্থলেই আমার পিতা রফিকুল মারা যান। এই ঘটনায় আমি বিএনপি নেতার ছেলে নাজমুল ইসলামসহ ১২ জনকে আসামী করে জুডিসিয়াল আদালতে মামলা করেছি। মামলার  করায় আসামীরা বিভিন্ন সময়ে হামলা ও ভয়ভিতি করার টেষ্টা করছে। এমনকি মামলা প্রত্যাহার করে মিমিংসা করার চাপ দিচ্ছে। এসব ঘটনা পুলিশকে অবহিত করলেও কোন ব্যাবস্থা নিচ্ছে না। 

তিনি বলেন, মামলার আসামিদের তো ধরা হচ্ছে না। হুমকির ঘটনায় থানায় জিডি করতে গেলে পুলিশ তা নিচ্ছেনা।  এরমধ্যে আসামিরা আমার পিতার ৪ কাঠা জমি দখল করে নিয়েছে। বর্তমানে আমার পরিবার আসামিদের ভয়ে চরম নিরাপত্তহীনাতায় ভুগছে। তিনি দ্রুত হত্যাকারীদের আটক ও বিচারের দাবি জানিয়েছেন প্রশাশনের কাছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহতের স্ত্রী নাছিমা বেগম, মেয়ে হিরা খাতুন ছেলে ইসরাফিল হোসেন।