• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়ায় বাইসাইকেল থেকে পড়ে প্রাণ গেল কৃষকের


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া প্রতিনিধি :
যশোরের বাঘারপাড়ায় চলন্ত বাইসাইকেল থেকে পড়ে বাসুদেব বিশ্বাস (৬৫) নামে এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার খাজুরা বাজার ব্রিজঘাট ধর্মগাতী এলাকায় বাঘারপাড়া-কালীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। নিহত বাসুদেব বিশ্বাস যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আজমতপুর গ্রামের মৃত রণজিত বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, বাসুদেব বাইসাইকেল চালিয়ে খাজুরা বাজারে আসছিলেন। সকাল সাড়ে দশটার দিকে বাজারের ব্রিজঘাট ধর্মগাতী এলাকায় পৌঁছালে হঠাৎ বাইসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশি ভাগ্নে ইখলাচ হোসেন জানান, বাসুদেব খাজুরা বাজারে এনজিও অফিসে যাচ্ছিলেন। তিনি হাইপ্রেসারের (উচ্চ রক্তচাপ) রোগী ছিলেন। প্রায়ই তার প্রেসারের সমস্যা দেখা দিত।

বাঘারপাড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের লোকজন থানায় এসেছেন। তাদের কোনো অভিযোগ নেই। লিখিত আবেদনের পেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে