যশোরের মনিরামপুরে শিয়ালের আঁচড়ে কিশোরের মৃত্যু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে শিয়ালের কামড়ে সাগর হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে ওই কিশোরের মৃত্যু হয়।
সাগর উপজেলার জয়নগর গ্রামের আব্দুল গফফারের ছেলে।
সাগরের ফুফাতো ভাই সোহাগ বলেন, প্রায় তিনমাস আগে সাইকেল চালাতে গিয়ে রাস্তা পার হওয়া একটি শিয়ালের গায়ের উপর পড়ে সাগর। তখন শিয়াল তাকে কামড়ে বা আঁচড় দেয়। এরপর সাগর পরিবারের কাউকে কিছু জানায়নি। কয়েকদিন ধরে সাগর পানি দেখলে ভয় পেত। খাবার খেতে পারত না। এরপর তাকে খুলনাসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু সাগরকে বাঁচানো যায়নি।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অনুপ বসু বলেন, শিয়ালের কামড়ে কারও মৃত্যুর খবর আমরা জানতে পারিনি।
তিনি বলেন, শিয়ালে রেবিজ (জলাতঙ্ক) ভাইরাস থাকে। যা কুকুর, বিড়াল ও হনুমান বহন করে। এরফলে আক্রান্ত রোগীর মৃত্যু হতে পারে।
অনুপ বসু বলেন, হাসপাতালে রেবিজ ভ্যাকসিন আছে। কুকুর, বিড়াল, শিয়াল ও হনুমান কামড়ালে রোগীকে হাসপাতালে এনে চিকিৎসা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি।
আপনার মতামত লিখুন :