এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা: সিইসি
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
স্বপ্নভূমি ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচন: সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি; চিহ্নিত ২১ লাখ মৃত ভোটার; গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্বে নিয়োজিত প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর জন্য এবার বিশেষ ভোটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি এই ঘোষণা দেন।
আজ (সোমবার) রাজধানীর নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে সিইসি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিশ্রুতিবদ্ধ ইসি, চান সহযোগিতা
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, "নির্বাচন কমিশন জাতির কাছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়।" তিনি জোর দিয়ে বলেন, এবার প্রবাসী এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী এই বিশাল সংখ্যক সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় নিয়ে আসা হবে। সিইসি যোগ করেন, "সবাইকে সাথে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে চাই। আয়নার মতো স্বচ্ছ করে এই নির্বাচন করতে চাই।"
২১ লাখ মৃত ভোটার চিহ্নিত
সিইসি তাঁর বক্তব্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, হালনাগাদে প্রায় ২১ লাখ মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত।
এআই অপব্যবহার রোধে গুরুত্বারোপ
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে সিইসি বলেন, এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এই প্রযুক্তিনির্ভর যুগে ভুল তথ্যের বিস্তার রোধে গণমাধ্যমের সক্রিয়তা জরুরি।
চলমান সংলাপ
সকাল থেকে শুরু হওয়া এই সংলাপে আজ দু'দফায় টিভি ও অনলাইন/সংবাদপত্রের প্রায় ৫০ জন গণমাধ্যম প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। আগমীকাল ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসার কথা রয়েছে। সিইসি আগেই বলেছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করবে।
আপনার মতামত লিখুন :