• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঝিরকগাছার কৃষক দল নেতা আশা হত্যা মামলায় ৫ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : ঝিরকগাছার বালিয়া গ্রামের প্রবাসী আশাদুল হক আশা হত্যা মামলায় ৫ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  বুধবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ আদেশ দিয়েছেন। 
আসামিরা হলো, ছুটিপুর গ্রামের আহমদ আলীর ছেলে বিল্পব হোসেন, কাগমারী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মহর আলী, মৃত তফসির আলীর ছেলে জাহাঙ্গীর আলী, রুহুল আমিনের ছেলে আরিফুল ইসলাম ও গঙ্গানন্দপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে এনামুল হক নসু।  
মামলার অভিযোগে জানা গেছে, আশাদুল হক আশা বিগত সরকারের আমলে মামলা হামলার কারনে গ্রাম ছেড়ে শার্শার বেনাপোলে বাড়িঘর করে বসবাস শুরু করেন। একর্পায়ে আশা বিদেশে কাজের সন্ধানে বিদেশে চলে যান। চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে তিনি দেশে ফিরে আসেন এবং বিএনপির রাজনীতি শুরু করেন। আশা ইউনিয়ন কৃষক দলের সভাপতির নির্বাচন করবেন বলে স্থানীয় বাজারে নিজস্ব দলীয় কার্যালয় ও প্রচার শুরু করেন। এতে বাধে বিপত্তি। প্রতিপক্ষ হয়ে যায় তারই দলের লোকজন। গত ১০ মে আশা ও তার ভাই মহিদুল ছুটিপুর বাজার থেকে লোকজন নিয়ে প্রচার মহড়া শুরু করেন। জামতলা মোড়ে পৌঁছালে তারই দলীয় প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আশা ও তার ভাই মহিদুল গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকায় আশা মারা যায়। 
এ ঘটনায় নিহের বোন নাছিমা বেগম বাদী হয়ে ১৭ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন। এ মামলার এজাহারনামী ওই ৫ জন আদালতে আত্মসমর্পণ করে জানিম আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ প্রত্যেক আসামির ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল বুধবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।