• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে জনজীবন


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

গত কয়েকদিনের মাঝারি মাত্রার বৃষ্টিতেই আবারও অচল হয়ে পড়েছে যশোর শহরের জনজীবন। শহরের কোর্টমোড়, ঈদগাহ মাঠের সামনের রাস্তা ও প্যারিশ রোডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে পড়ে। রাস্তায় হাঁটু সমান পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও যানবাহনের চালকরা।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিবারই বৃষ্টির সময় এমন অবস্থা হয়। বাসা থেকে বের হওয়া যায় না, বাচ্চাদের স্কুলেও পাঠানো কঠিন হয়ে পড়ে।” প্যারিশ রোডের এক দোকানদার জানান, “রাস্তায় পানি জমে দোকানের ভেতর ঢুকে পড়ে। তখন ক্রেতা আসে না, বিক্রি পুরোপুরি বন্ধ হয়ে যায়।”

জলাবদ্ধতার কারণে শুধুমাত্র সাধারণ জনগণই নয়, ব্যাহত হচ্ছে জরুরি সেবাও। রাস্তাগুলোয় পানি জমে থাকায় অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচল করতে পারছে না, এতে করে জরুরি চিকিৎসা সেবাও বাধাগ্রস্ত হচ্ছে।

যশোর শহরের দীর্ঘদিনের একটি চরম অব্যবস্থাপনার নাম এখন ‘ড্রেনেজ সমস্যা’। বিশেষজ্ঞদের মতে, শহরের সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক নকশার অভাবে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। পর্যাপ্ত নালা বা পানি নিষ্কাশনের পথ না থাকায় অল্প বৃষ্টিতেই সড়কে জমে যাচ্ছে পানি, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

অবস্থার অবনতি হওয়ায় নাগরিকদের ক্ষোভও এখন চরমে। অনেকে বলছেন, “আমরা কর দেই, অথচ মৌলিক সেবাগুলো পাই না। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন তো সরকারের দায়িত্ব।”

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। বৃষ্টির পর শহরের জলমগ্ন রাস্তার ছবি ও ভিডিও শেয়ার করে তাঁরা লিখছেন—নির্বাচনের আগে উন্নয়নের আশ্বাস মিললেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি চোখে পড়ে না