• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার : রবিবার ভোরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফা এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে মাঝপথেই ভূপাতিত করেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার সতর্কতাস্বরূপ তেল আবিবসহ আশপাশের অঞ্চলে সাইরেন বাজানো হয়। ইসরায়েলের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, "ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে; কোনো হতাহত হয়নি।"

এই হামলার কয়েক ঘণ্টা পর হুথি মুখপাত্র এক বিবৃতিতে দাবি করেন, "আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাফায় লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।" তেল আবিব অবশ্য হুথিদের এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হুথিরা ইসরায়েল এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে যে এই হামলা অব্যাহত থাকলে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধ আরোপ করা হবে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুথিরা ইসরায়েল এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, লোহিত সাগরে হুথি হামলার কারণে বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক বিঘ্ন ঘটছে। যদিও ইসরায়েল দাবি করে যে হুথিদের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস হচ্ছে অথবা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত হচ্ছে। পাল্টা জবাবে ইসরায়েলও মাঝে মাঝেই ইয়েমেনে হামলা চালাচ্ছে।