
ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি করুণ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু সাইম। বৃহস্পতিবার দুপুরে রান্নাঘরে খেলার সময় সবজি কাটার বটি ঘাড়ে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইম শহরের প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাইমের মা দুপুরে রান্নাঘরে সবজি কাটছিলেন। একপর্যায়ে শিশু সাইম বটিতে হাত দিতে চাইলে তিনি সতর্কতাবশত সেটি রান্নাঘরের র্যাকে তুলে রাখেন। পরে অন্য ঘরে কাজে চলে গেলে সাইম র্যাকে রাখা বটি নামাতে গেলে সেটি অসাবধানতাবশত তার ঘাড়ে পড়ে যায়। এতে সে মারাত্মকভাবে আহত হয়।
তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, ঘাড়ের রগ কেটে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পরিবারটি গভীর শোকের মধ্যে আছে। এলাকাবাসীর মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :