• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

থাইল্যান্ড নাকি কম্বোডিয়া, সামরিক শক্তিতে কে এগিয়ে?


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক:
সীমান্তে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনারা। সোমবার (৮ ডিসেম্বর) সকালে থাই সেনারা কম্বোডিয়া সীমান্ত এলাকায় বিমান হামলা চালালে ঘটে হতাহতের ঘটনা। এই ‘আগ্রাসনের’ তীব্র নিন্দা জানিয়েছে কম্বোডিয়া। উত্তেজনাপূর্ণ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই দুই দেশের মধ্যে সামরিক শক্তি বেশি কার? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিসের ‘মিলিটারি ব্যালান্স পাওয়ার ২০২৩’-এর এক পরিসংখ্যানের বরাত দিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক শক্তির পার্থক্য তুলে ধরেছে বিবিসি। ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, থাইল্যান্ডের সামরিক বাহিনী কম্বোডিয়ার তুলনায় উল্লেখযোগ্যভাবে বড়।
 
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিসের ওই পরিসংখ্যান অনুসারে, থাইল্যান্ডের সামরিক বাহিনীর মোট সদস্য ৩ লাখ ৬০ হাজার ৮৫০ জন। যার মধ্যে গ্রাউন্ড ফোর্স আছে ২ লাখ ৪৫ হাজার, নৌসদস্য ৬৯ হাজার ৮৫০ এবং বিমান বাহিনীর সদস্য আছে ৪৬ হাজার। বিপরীতে, কম্বোডিয়ার সামরিক বাহিনীর মোট সদস্য ১ লাখ ২৪ হাজার ৩০০। এর মধ্যে গ্রাউন্ড ফোর্স আছে ৭৫ হাজার, নৌসদস্য ২৮০০ এবং বিমান বাহিনীর সদস্য আছে ১৫০০ জন। প্রতিবেদন অনুসারে, থাইল্যান্ডের সামরিক বাজেট ৬.৭ বিলিয়ন ডলার। আর কম্বোডিয়ার সামরিক বাজেট ১ বিলিয়ন ডলার।
 
এছাড়া, মূল যুদ্ধের জন্য থাইল্যান্ডের ট্যাঙ্ক আছে ৩৯৪টি, যেখানে কম্বোডিয়ার আছে ২০০টি। থাইল্যান্ডের আর্টিলারি আছে ২ হাজার ৫৭৯টি, যা কম্বোডিয়ার আছে ৪৮৬টি।
 
থাইল্যান্ডের যুদ্ধবিমান আছে ১২২টি। তবে কম্বোডিয়ার কোনো যুদ্ধবিমান নেই। থাইল্যান্ডের নৌজাহাজ আছে মোট ৮৭টি, কম্বোডিয়ার আছে ১৪টি।