• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাগআঁচড়ার কিবরিয়া ফিলিং স্টেশনটি আজও বন্ধ করে রেখেছে শ্রমিকরা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : শার্শার বাগআঁচড়ার মেসার্স গোলাম কিবরিয়া ফিলিংস্টেশন নিয়ে ষড়যন্ত্রের শেষ নেই। রোববার মরহুম গোলাম কিবরিয়ার মেয়ে ও ছেলে পাম্পে গেলে একদল শ্রমিক নামধারী সন্ত্রাসীরা পাম্পের মধ্যে মাছের ট্রাক দিয়ে তাদের অবরোধ করে রেখেছিল। পরে পুলিশ সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে। ওজনে কম দেয়ায় অভিযোগ এনে স্থানীয় শ্রমিক নেতারা পাম্পটি আজও বন্দ করে রেখেছে। 

বিএসটিআই কর্মকর্তা রাকিব ইসলাম জানিয়েছেন, মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশন কৃতপক্ষের আবেদনে আমারা পাম্পে গিয়েছিলাম। শ্রমিকদের বাধার মুখে পুলিশের সহযোগীতা নেয়া হয়েছিল। রিজার্ভ ট্যাংকে ডিজেল না থাকা ওজন পরিমাপ করা সম্ভব হয়নি। অপর মেশিন দিয়ে তেল বেশি যাচ্ছে বলে কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। একই সাথে একজন ভালো ইঞ্জিনিয়ার এনে মেশিন মেরামত করে ওজন পরিমাপ করার জন্য জানাতে বলা হয়েছে কতৃপক্ষকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শার বাগআঁচড়ার মেসার্স গোলাম কিবরিায়া ফিলিংস্টেশনটি যাদবপুর গ্রামের মরহুম গোলাম কিবরিয়ার। তার মৃত্যুর পর ফিলিংস্টেশননি পরিচালনা করেছেন তার ছেলে-মেয়েরা। বেশ কয়েক বছর ধরে এ ফিলিংস্টেশনটি দখলের নানা ষড়যন্ত্র করে আসছিল বিএনপি নেতা আনোয়ার হোসেন। তিনি জালজালিয়াতি করে ফিলিংস্টেশনে জমি ও পাম্পের এফিডেভিট তৈরী করে ছিল। এ ঘটনায় ফিলিংস্টেশনের মালিক তনিমা তাসনুভা আদালতে ও থানায় দখলদার আনোয়ার হেসেনের বিরুদ্ধে মামলা করেছেন। যা বর্তমানে বিচারধীন আছে। সম্প্রতি আনোর হোসেন এ ফিলিংস্টেশন দখল করে ম্যনেজার ও কর্মচারীদের তাড়িয়ে দিয়েছিল। পরে পুলিশ উভয় পক্ষকে ডেকে কাগজপত্র যাচাই করে দখলদার আনোয়ার হোসেনকে ফিলিংস্টেশন থেকে বের করে তনিমা তাসনুভাকে ফিলিংস্টেশন ফিরিয়ে দেয়। পরবর্তীতে যশোর জেলা বিএনপি ফিলিংস্টেশন দখলের বিষয়টি তদন্ত করে জালিয়াতির সত্যতা পেয়ে দখলদার আনোয়ার হোসেনকে বিএনপি থেকে বহিস্কার করে দেয়। 

ফিলিংস্টেশন দখলে আবারও নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার তেল কম দেয়া হয়েছে বলে একদল শ্রমিক নামধারী সন্ত্রাসীরা ফিলিং স্টেশনে মাছের গাড়ি অবরুদ্ধ করে রাখে। এ সংবাদ পেয়ে ফিলিংস্টেশনের মালিক তনিমা তাসনুভা ও তার ভাই ঘটনাস্থলে গেলে তাদেরকে সারাদিন অবরোধ করে রাখেছিল শ্রমিকরা। 

তানিয়া তাসসুভা জানিয়েছেন, এদিন এক ক্রেতা ৫ লিটার ডিজেল নিয়েছিলেন তার নসিমনে। পরে ওই ক্রেতা পাম্পে এসে তেল কম হয়েছে বলে অভিযোগ করেন। তৎক্ষনিক পাম্পের লোকজন তেল কম হওয়ার বিষয়টি খোঁজ নিয়ে দেখতে পায় রিজার্ভ ট্রাংকে তেল না থাকায় মেশিন বন্দ হয়ে তেল কম যেতে পারে বলে অবহিতকরা হয়। তারপরও ওই ক্রেতা বিষয়টি স্থানীয় শ্রমিকদের জানিয়ে পাম্পে হট্টোগোল সৃষ্টি করে। সংবাদ পেয়ে তনিমা ও তার ভাই পাম্পে গেলে তাদের সারাদিন অবরুদ্ধ করে রেখিছিল শ্রমিকরা। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় তনিমা শার্শা থানায় যোগাযোগ করলে থানা কৃতপক্ষ তার কোন কথা শুনতে রাজি হয়নি। এখন দেড় শতাধিক শ্রমিকের নামের তালিকা করে ওজনে কম দেয়া হয়েছে বলে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছে অবরোধকারীরা।

তিনি বলেন, এ ঘটনায় বিএনপি নেতা কুদ্দুসের বাড়িতে সালিস হয়। জাল কাগজপত্রে মাধ্যমে দখলদার আনোয়ার হোসেনকে বিএনপি থেকে বহিস্কার করায় তিনি ক্ষুদ্ধ হয়েছেন। সালিসে বিএনপির সুনাম ক্ষুন্ন করেছি বলে আমাকে অভিযুক্ত করা হয়। 

শার্শা থানার ওসি আব্দুল আলিম জানিয়েছেন, পুলিশ ওই দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছিল। এ ঘটনায় পাম্প কতৃপক্ষ কোন অভিযোগ দেননি। 

শার্শা-নাভারণ ও বাগআঁড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু জানিয়েছেন, পাম্পে ওজনে ডিজেল কম দেয়া হচ্ছে। ফলে শ্রমিকরা পাম্প অরুদ্ধ করে রেখেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা কুদ্দুসের বাড়িতে সালিস হয়েছিল। তিনি শ্রমিকদের মিষ্টি খাওয়ায়ে অথবা ডিজেল দিয়ে বিষয়টি মীমাংসা করে নিতে বলেছেন পাম্প কতৃপক্ষকে।