বাঘারপাড়ায় কাভার্ডভ্যান চাপায় কৃষক নিহত
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় কাভার্ডভ্যান চাপায় নুর আলম (৫৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) উপজেলার খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের তাহের মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তাপস আঢ্য।
স্থানীয়রা জানান, এদিন সকালে নুর আলম বাড়ি থেকে বাইসাইকেলে নিয়ে খাজুরা বাজারে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিছন থেকে আফজাল পার্সেল অ্যাণ্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তাপস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়৷ তিনি বলেন,'প্রথমে নিহতের পরিচয় পাওয়া যাচ্ছিলো না। পরে খোঁজখবর নিয়ে পরিচয় শনাক্ত করা হয়'। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চালক ও হেলপার পালিয়ে গেছেন'।
দুর্ঘটনার পরপরই কারা যেন কাভার্ডভ্যানটি সরিয়ে ফেলেছেন বলেও উল্লেখ করেন এসআই তাপস আঢ্য।
আপনার মতামত লিখুন :