
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশ হতে পারে। এই তারিখে ফল প্রকাশের জন্য আন্তশিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন অপেক্ষা শুধু মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের।
ঢাকা শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রণালয় অনুমোদন দিলেই নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করে। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২২ মে’র মধ্যে।
এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৫৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৬৯ হাজার ৮৫ জন ছেলে এবং ৭১ হাজার ৯৭৯ জন মেয়ে। নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ২৮ হাজার ৬৫৮ এবং অনিয়মিত পরীক্ষার্থী ১২ হাজার ২৮৬ জন। বিভাগভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা—বিজ্ঞান শাখায় ৪০ হাজার ১৪৪, মানবিক শাখায় ৮৫ হাজার ২৩৮ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১৫ হাজার ৬৮২ জন।
জেলা ভিত্তিক কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা নিচে তুলে ধরা হলো:
ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা মিললেই শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
আপনার মতামত লিখুন :