• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইবিতে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, শিক্ষক আজিজুল ইসলাম


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

ইসলামি  বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা, বডি শেমিং, ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য ও নম্বর কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী এক ছাত্রী অভিযোগপত্রে উল্লেখ করেন, শিক্ষক আজিজুল ইসলাম তাকে ইমোতে ভিডিও কল দিয়ে বলেন, "অনেকদিন দেখি না, মোটা হয়েছো না চিকন—তা দেখতেই ভিডিও কল দিয়েছি"। এরপর ক্লাসে অপমানজনক মন্তব্য, বিয়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ আলোচনা এবং পিরিয়ড সাইকেল নিয়েও ইঙ্গিতপূর্ণ কথা বলেন বলে দাবি করেন তিনি।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, কল না ধরলে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। অভিযুক্ত শিক্ষক তার পছন্দের ছাত্রীদের প্রজেক্টে কাজ করতে বাধ্য করতেন বলেও জানা গেছে।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা জানান, ২২ জুন লিখিত অভিযোগ পাওয়ার পর একাডেমিক কমিটির বৈঠকে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২৮ জুন থেকে অভিযুক্ত শিক্ষককে বিভাগের সকল কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযুক্ত ড. আজিজুল ইসলাম বলেন, “আমার এখন মন ভালো নেই, এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।”

ভুক্তভোগী শিক্ষার্থীরা তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন