• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

গাইবান্ধা থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র সাদিক যশোরের উদ্ধার


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
গাইবান্ধার সাঘাটা থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল আল সাদিককে  যশোর থেকে উদ্ধার করেছে যশোর রেলওয়ে  ফাঁড়ি পুলিশ। বুধবার ভোরে যশোর রেল বাজার জামে মসজিদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, গাইবান্ধার সাঘাটা থানার এএসআই শেখরকে নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে আসাদুল আল সাদিককে রেলগেট জামে মসজিদ এলাকা থেকে  উদ্ধার করা হয়। তিনি গাইবান্ধার সাঘাটা থানার শিমুলতাইর এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার পিতা একজন কলেজের প্রভাষক।
পুলিশ জানিয়েছে, আসাদুল আল সাদিক কোনো ধরনের যোগাযোগ ছাড়াই প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলো। উদ্ধার অভিযানের পর তাকে সাঘাটা থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।