কেশবপুর চারুপীঠ একাডেমির শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর চারুপীঠ একাডেমির শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আল আমিন মডেল একাডেমির মিলনায়তনে সংস্কৃতি পরিষদ বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত সাংস্কৃতিক বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে ওই সনদপত্র বিতরণ করা হয়।
কেশবপুর চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের প্রশাসক সুদীপ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র, কলারোয়ার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, তালার সহকারী উপজেলা শিক্ষা অফিসার বাবলু রহমান, মনিরামপুরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, কলারোয়ার সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, চারুপীঠ একাডেমির সহসভাপতি সাংবাদিক শামীম আক্তার মুকুল, সহসভাপতি শিক্ষক সাহা বৈদ্যনাথ ও সহকারি পরিচালক মৌসুমী মজুমদার।
কেশবপুর চারুপীঠ একাডেমি থেকে চারুকারু, সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও তবলা বিভাগের ১৩১ জন শিক্ষার্থী সংস্কৃতি পরিষদ বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত সাংস্কৃতিক বোর্ড পরীক্ষায় অংশ নিয়ে সকলেই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০১ জন শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন :