
পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে হাফিজুর রহমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে।
জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মসজিদ নির্মাণ সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে গুরুতর আহত হন হাফিজুর রহমান। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, শনিবার (২৬ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাবনা জেলার বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তারাপুর গ্রামে দুটি পৃথক মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। শুক্রবার সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়, যাতে উভয় পক্ষের প্রায় দুই শতাধিক লোকজন জড়িত ছিল।
হাফিজুরের মৃত্যুর খবরে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :