• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে পুনরায় শফিউদ্দীন সভাপতি ও আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পৌর শহরের দলিল লেখক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯২ জন ভোটারের মধ্যে ৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে শফিউদ্দীন ৬১ ভোট পেয়ে সভাপতি, বিশ্বনাথ হালদার ৬৫ ভোট পেয়ে সহসভাপতি, আমিনুল ইসলাম ৭২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে  নির্বাচিত হয়েছেন। 
সদস্য পদে আব্দুল হালিম, আকরাম হোসেন, আব্দুল গফুর, সাহিদুজ্জামান, সাধন কুমার চক্রবর্তী, রুহুল আমিন টুকু ও লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্বন্দীতায় সহ সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহিদুজ্জামান ও প্রচার সম্পাদক পদে তৌহিদুজ্জামান নির্বাচিত হন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন আব্দুল মোমিন।