• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আটক


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাটের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।  আটক মহুয়া  মৃত সোহরাব আলী খানের মেয়ে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভ‚ঁইয়া সাংবাদিকদের জানিয়েছেন,যশোর জেলা বিএনপি অফিসে ভাংচুর অগ্নিসংযোগের ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এ মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 
উল্লেখ, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর বাইরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেও তিনি ব্যাপক আলোচনায় এসেছিলেন। বিষয়টি  নিয়ে সমালোচনা ঝড় উঠেছিল বিভিন্ন মহলের।