সকল স্তরে ইসলামিক শিক্ষা আবশ্যিক করার দাবিতে মানববন্ধন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
স্টাফ রিপোর্টার যশোর: প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ইসলাম ও নৈতিক শিক্ষা প্রবর্তনের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম যশোরের উদ্যোগে আজ সকাল ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মারুফুর রহমান শেখ ও সদস্য সচিব মনিরুল ইসলামের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সব স্তরের শিক্ষা ব্যবস্থায় ইসলাম ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। দেশের মানুষ নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছে। সমাজে ধর্ষণ, খুন, সন্ত্রাস, মাদকাসক্তিসহ নানা অপরাধ বাড়ছে। এর কারণ হচ্ছে, শিক্ষাব্যবস্থায় নৈতিকতার অভাব। বর্তমান সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে হলে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা জরুরি।
মানববন্ধনে উত্থাপিত প্রধান দাবিগুলো তুলে ধরেন
প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সকল প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার প্রতিটি স্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা, সকল কোর্সে অন্তর্ভুক্তিকরণ র্যাক পাইলট কোর্স, ব্র্যাক স্কুল ও ব্ল্যাকপন্থী অন্যান্য সকল বিদ্যালয়, সেইসাথে ব্যবসা, মেডিকেল ও প্রকৌশল বিষয়ক সকল কোর্স ও ডিসিপ্লিনে ১'শ নম্বরের একটি বিষয় হিসেবে ইসলাম ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা। দেশের সকল স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিষয় ও বিভাগ চালু করা। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও পৃথকভাবে ১'শ নম্বরের ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা।প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রশিক্ষণ, ইন-সার্ভিস প্রশিক্ষণ এবং সামরিক, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সকল প্রশিক্ষণ কেন্দ্রে ১'শ নম্বরের ইসলাম ও নৈতিক শিক্ষা প্রবর্তন করা।
মক্তবে আরবি শিক্ষা মসজিদভিত্তিক মক্তবগুলোতে ইসলামিক স্টাডিজের আওতায় আরবি ভাষা শিক্ষা অন্তর্ভুক্ত করে বাধ্যতামূলকভাবে প্রবর্তন করা।
মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন, যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান, সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ এবং আতিকুর রহমান প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক বৃন্দরা ।
আপনার মতামত লিখুন :