অভয়নগরে মতবিনিময় সভা, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2025 ইং
অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারী বা কোনো প্রকার অঘটনের আশঙ্কা থাকলে স্থানীয় প্রশাসনকে জানানোর আহŸান জানানো হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা থেকে এ আহŸান জানানো হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল ফারুক। মতামত প্রকাশ করেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম, অভয়নগর সেনা ক্যাম্পের ইনচার্জ ওয়ারেন্ট অফিসার গোলজার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জেসমীন আক্তার, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, ছাত্র নেতা সিয়াম হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) দেব কুমার ঘোষ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লিটন কুমার কুন্ডু লিটু, সাবেক ইউপি চেয়ারম্যান বিকাশ মল্লিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশীষ দাস নান্টু।
জানা গেছে, চলতি বছর অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার ১২৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :