• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার : পিআর পদ্ধতিসহ আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ  জামায়াতে ইসলামীর যশোর শাখার উদ্যোগে শহরের উকিল বার মোড় হতে বিক্ষোভ সমাবেশ শুরু  হয়। মিছিলটি শহরের দড়াটানা চত্ত্বর চিত্রামোড় হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে মিছিলে সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ৫শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল পূর্ব  সমাবেশে বক্তরা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবর, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। পাঁচ দফা বাস্তবায়ন না হলে  ফ্যাসিস্ট সরকারের শাসন আমল ফিরে আসবে।