অভয়নগরে এক হাজার রোগী পেল বিনামূল্যে চক্ষু চিকিৎসা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। নওয়াপাড়া ইনস্টিটিউটের সমাজকল্যাণ বিভাগের আয়োজনে ও ক্রীড়া বিভাগের ব্যবস্থাপনায় ইনস্টিটিউট ভবনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও নাভানা গ্রæপ, ঢাকা।
এদিন দুপুরে চক্ষু চিকিৎসাস্থল পরিদর্শন করেন, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেজবাউর রহমান ডাবলু বেগ। এছাড়াও পরিদর্শন করেন, বিশিষ্ট সমাজসেবক ডা. মোশারফ হোসেন, বিএনপি নেতা মো. মশিয়ার রহমান মশি, ব্যবসায়ী কাজী গোলাম ফারুক, নূর আলম পাটোয়ারী বাবুসহ স্থানীয় জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া ইনস্টিটিউটের সমাজকল্যাণ সম্পাদক রোকনুজ্জামান বাদশা, ক্রীড়া সম্পাদক সঞ্জয় রায় প্রমুখ।
সমাজকল্যাণ সম্পাদক রোকনুজ্জামান বাদশা জানান, দিনব্যাপী এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ২০০ রোগীকে চশমা দেওয়া হয়েছে। ৫০ উর্ধ্ব ৯৫ জন রোগীকে ছানি ও নালী অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বাকি রোগীদের চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়েছে। নওয়াপাড়া ইনস্টিটিউট এ ধরণের সেবামূলক কাজ অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :