• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়ায় মাদক কারবারিকে ১০ দিনের কারাদন্ড


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া প্রতিনিধি: শনিবার (২৬ জুলাই) যশোরের বাঘারপাড়ায় বাপ্পি হোসেন হৃদয় নামে এক মাদক কারবারিকে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
বাপ্পি নারিকেলবাড়ীয়া ইউনিয়নের পুনিহার এলাকার মনিরুজ্জামানের ছেলে। 

এদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শোভন সরকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ীকে এ সাজা প্রদান করেন। এসময় আটককৃতের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদী উদ্ধার করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার জানান, আটককৃতকে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা।