• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শার উলাশী কন্যাদহ দাখিল মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়ন লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি: শার্শা কন্যাদহ দাখিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন লক্ষে ও ২০২৫ এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে ও বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ শে জুলাই রোববার  সকাল সাড়ে ১১ টার সময় কন্যাদহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে  মোঃ মিন্নু রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্যাদহ দাখিল মাদ্রাসা সুপার রফিকুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক-  সহিদ আলী।

আরও উপস্থিত ছিলেন, কন্যাদহ দাখিল মাদ্রাসা সরকারি সুপার মোঃ খলিলুর রহমান, কন্যাদহ ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী, কন্যাদহ ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব,সহ সভাপতি মোঃ তাহাজ্জুউদিন মোল্লা, উলাশী ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ হাসানুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য বেক্তি গন ও অত্র মাদ্রাসার শিক্ষক  ও ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ  উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি শহিদুল ইসলাম শহীদ 
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্য বলেন, বিগত সরকারের আমলে যা পরীক্ষার  ফলাফল করেছে তা খুবই দুঃখজনক, তবে এখন থেকে ১০০% নাহলে ৯০% পাশের হার দেখতে চাই, এতে আমার যত সহযোগিতা লাগে আমি তা করবো। আমি দেখতে চাই এই মাদ্রাসা মডেল মাদ্রাসা হিসেবে রূপান্তর হোক।

তিনি আরও বলেন,এই মাদ্রাসার শিক্ষকরা নিয়মিত ক্লাস করবেন,এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ ক্লাস রুমে কোনো প্রকার মোবাইল নেওয়া যাবে না। ও ক্লাস শেষ না হওয়া পর্যন্ত মাদ্রাসার গেট বন্ধ রাখতে হবে, এবং প্রতি সপ্তাহের পরীক্ষা খোঁজখবর নিতে অত্র মাদ্রাসার সভাপতি ও অভিভাবকদের  অবগতি করেন।