• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি :যশোরের কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ। 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন উর রশিদ, উপজেলা নি¤œ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সহসভাপতি শিক্ষক আহসান হাবিব মোল্ল্যা, কালব’র সভাপতি সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসান, শিক্ষক-কর্মচারী কল্যাণ ফোরামের সভাপতি শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক শাহিনুর রহমান, শিক্ষার্থী আনিকা জামান প্রাপ্তি প্রমুখ।