• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আরেকজন আহত


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫, ৬:৫৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর সদর উপজেলার বকচর বিহারী কলোনি এলাকায় এল মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত হারেজের ছেলে আরাফাত (২৩)। আহত যুবক একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে সজীব (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১২টা ২০ মিনিটে আরাফাত ও সজীব একটি জিক্সার মোটরসাইকেলে করে মনিহার এলাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বকচর বিহারী কলোনির সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সজীব বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।